|
---|
সেখ সামসুদ্দিনঃ পুরুলিয়ায় বীর সেনা সিধু কানুর মূর্তি ভাঙার প্রতিবাদে খেরওয়াল উৎনৌ ও জুমিদ গাঁওতার পক্ষ থেকে সারা পশ্চিমবাংলা সহ মেমারি থানায় ডেপুটেশন দেওয়া হয়। থানায় ওসির কাছে জমা দেওয়া স্মারকলিপিতে দাবি জানানো হয় মূর্তি ভাঙার সিবিআই তদন্ত চাই, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত সাজা দিতে হবে, মূর্তি সহ আদিবাসীদের বিষয়, সম্পত্তি ও অধিকার রক্ষা করতে হবে। আদিবাসী সমস্ত সংগঠন ও মাজি পারগানা সকল একত্রিত হয়ে খেরওয়াল উৎনৌ ও জুমিদ গাঁওতার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তারক টুডু, সম্পাদক সময় হাসদা, সদস্য সরকার মান্ডি, মহাদেব টডু, প্রশান্ত সরেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আদিবাসী সমাজের মানুষজন।