|
---|
নতুন গতি নিউজডেস্ক: গত বছরেই সংবাদমাধ্যমের একটা বড় অংশ দখল করে ছিল আমাজন অরণ্যের পুড়ে যাওয়ার খবর। বিশ্বপ্রকৃতি বিপন্ন হয়েছিল এই বিপর্যয়ে এবার শোনা গেল, জ্বলেপুড়ে খাক হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সুপরিচিত এক অরণ্য, শুশুনিয়া। বাঁকুড়ার এই পাহাড়ের জঙ্গলে কয়েক দিন ধরেই আগুন দেখা যাচ্ছিল। বুধবার তা জ্বলে ওঠে দাউদাউ করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের ছবি। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, গোটা পাহাড়ে আগুন ছড়িয়ে গেছে। পাহাড় জুড়ে আগুন দেখে বহু মানুষ ভিড় জমিয়েছেন শুশুনিয়া পাহাড়ের নীচে।
পাহাড়ের শুকনো পাতায় কোনও ভাবে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে বলে আনুমান করা হচ্ছে। একটি সূত্রের খবর, কে বা কারা গতকাল শুকনো পাতায় আগুন লাগিয়ে ছিল। সেটা আয়ত্বের বাইরে বেরিয়ে যায়, চারপাশে ছড়িয়ে পড়ে।
আজ, বুধবার বিকেলে খবর দেওয়া হয় দমকলে। শোনা যায়, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। শেষমেশ ফিরে যায় তারা। সন্ধ্যে থেকে আরও বেশি করে জ্বলে ওঠে পাহাড়ের আগুন। রাতে তা ভয়াবহ আকার নেয়। দূর থেকে দেখা যায় আগ্নেয়গিরির মতো দাইদাউ করে জ্বলছে পাহাড়।
গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই আগুনে। অনেকেই আশঙ্কা করছেন, প্রচুর বুনো প্রাণীও মারা যাবে এই আগুনে। আগুনের ফুলকি ছিটকে এসে গ্রামের বাড়িঘরেও বিপদ হতে পারে।