জাকজমকপূর্ণভাবে মুগবসান অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর :১৯৯৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা হয় তৃণমূল কংগ্রেস। ধর্ম, জাতপাতের উর্ধ্বে উঠে সব মানুষের জন্য লড়াইয়ের লক্ষ্য নিয়েই তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। জনস্বার্থ যেখানে সর্বাধিক গুরুত্ব পায় সেখানে মানুষ তাঁর প্রত্যুত্তর দেন ভোটের বাক্সের মধ্যে দিয়ে। কংগ্রেস না পারলেও তৃণমূল কংগ্রেস পারে ৩৪ বছরের বাম সরকারকে পরাজিত করতে। এরপর শুধুই এগিয়ে যায় ঘাসফুল শিবির। রবিবার প্রতিষ্ঠা দিবসে দিনভর সামাজিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবেগে আনন্দে উল্লাসে জাঁকজমকপূর্ণ ভাবে ২৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে।
গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে কেশপুর ব্লকেও উদযাপন হলো। এদিন কেশপুর ব্লকের 5 নং মুগবসান অঞ্চলের প্রতি বুথে এবং অঞ্চল পার্টি অফিসে, সকালে পতাকা উত্তোলন হয়, এবং বিকাল 3 টার সময় মোহবনী হইতে উপর কোয়াই পর্যন্ত মহামিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন মুগবসান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ হাসানুজ্জামান সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।