প্রাক শারদ অর্ঘ্য: রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা : ঐক্য সম্মিলনী,ঝেঁতলা , কেশপুর,পশ্চিম মেদিনীপুর তাদের ২৬ তম বর্ষের শারদোৎসবের শুভ সূচনা করল রক্তদান শিবির আয়োজন করে।

    মূলতঃ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা ভেবে পঞ্চমী তিথিতে এই রক্তদান শিবির সংঘটিত হোল।

    ৬ জন মহিলা সহ ৫৪ জন রক্তদান করেন। প্রথমবার রক্ত দিলেন ৬ জন।

    কিশোর পলাশ পতির দুর্গাবন্দনাগীতি সহযোগে অনুষ্ঠান সূচিত হয়।

    শিবির উদ্বোধন করেন কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ বাগ। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন DSP সব্যসাচী সেনগুপ্ত, রক্তদান আন্দোলন কর্মী ফাকরুদ্দিন মল্লিক, বিশিষ্ট সমাজসেবী ভাস্কর চৌধুরী,শিক্ষক তথা ঐক্য সম্মিলনীর বিশিষ্ট সদস্য নারায়ণ প্রসাদ চৌধুরী, যুগ্ম সম্পাদক সুশান্ত বরম প্রমুখ।গ্লোবাল গ্রীন ফোর্সের পক্ষে অধ্যাপিকা সোমদত্তা ঘোষ, শিক্ষক _ সমাজকর্মী হেদায়াতুর খাঁন, শিক্ষক বিপ্লব ভট্টাচার্য, সমাজকর্মী দীপান্বিতা সেন খাঁন প্রমুখ।

    শিবিরটিকে সফল করতে পার্শ্ববর্তী মন্তা ডিজিটাল ক্লাবের ভূমিকা অত্যুজ্জ্বল ছিল। ক্লাবের পক্ষে রক্তদান করেন সভাপতি আবু তোরাব সম্পাদক সরেফুল আলম সহ কয়েকজন সদস্য।

    সবুজায়নের লক্ষ্যে গ্লোবাল গ্রীন ফোর্সের পক্ষ থেকে সমস্ত রক্তদাতাদের ফলের চারা তুলে দেওয়া হয়।

    ঐক্য সম্মিলনীর পক্ষ থেকে অতিথিবর্গকে ফুলের চারা দিয়ে বরণ করা হয়।

    সংঘের স্বাস্থ্য বিষয়ক উপসমিতির আহ্বায়ক শিবপ্রসাদ সেন বাকি সদস্যদের নিয়ে শিবিরটি সুন্দরভাবে সম্পন্ন করেন। ঐক্য সম্মিলনীর সম্পাদক মানস কুমার চৌধুরী বলেন,” রজতজয়ন্তী বর্ষ পেরিয়ে এবার আমরা ২৬ তম বর্ষের মাতৃআরাধনায় রয়েছি। বরাবরের মতো এবারও আমরা রক্তদানের মতো সামাজিক সূচি দিয়ে আমাদের শারদ উৎসব সূচনা করলাম। আগামী দিনে আরো বৃহৎ পরিসরে রক্তদান সহ বিবিধ সামাজিক কাজে আমরা অংশ নেবো।”

    শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন হ‌ওয়ায় সভাপতি সোমনাথ দণ্ডপাট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য জয়দেব পতি ও শিক্ষক _রক্তদান আন্দোলনকর্মী স্নেহাশিস চৌধুরী।

    রক্ত সংগ্রহে ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্ক ।