সুবর্ণরৈখিক পরিবারের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মৃৎশিল্পীকে হুইল চেয়ার উপহার প্রদান

নিজস্ব সংবাদদাতা, : বিশেষ চাহিদা সম্পন্ন মৃৎশিল্পী স্বপন দাসের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”।চতুর্থীর সন্ধ্যায় উৎসবের উপহার হিসেবে খড়্গপুর গ্রামীণের কলাইকু্ন্ডা এলাকার বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন মৃৎশিল্পী স্বপন দাসের হাতে তুলে দেওয়া হল হুইল চেয়ার।কলাইকুন্ডা এয়ার ফোর্সে কর্মরত অভিনেশ নায়েকের ও সুবর্ণরৈখিক ফেসবুক গ্রূপের অ্যাডমিন বিশ্বজিৎ পালের আর্থিক সহযোগিতায় এই কাজটি সুসম্পন্ন হয়।

    প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগে কর্মক্ষেত্রে যাওয়ার পথে বিশ্বজিৎ পাল বাবু লক্ষ্য করেন রাস্তার পাশের মাঠে একজন মৃৎশিল্পী একটি হুইল চেয়ারে বসে মায়ের মূর্তি বানাচ্ছেন। উনি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় “লাইভ” এর মাধ্যমে শেয়ার করেন। স্বপন বাবু, উনাকে জানান উনার হুইল চেয়ারটি পুরানো হয় গেছে,তাই একটা নতুন হুইল চেয়ারের ব্যবস্থা করেদিলে তাঁর দৈনন্দিন কাজকর্মে সুবিধা হতো।লাইভ ভিডিও দেখার পর আরো অনেকের সাথে অভিনেশ নায়েক বাবু বিশ্বজিৎ পাল বাবুকে জানান, তিনি হুইল চেয়ার দিয়ে সাহায্য করতে চান। পাশাপাশি নিজেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিশ্বজিৎ পাল বাবু। পরিকল্পনা মতো দুই পরিবারের আর্থিক সহযোগিতায় সুবর্ণ রৈখিক পরিবারের ব্যবস্থাপণান দেবীর বোধনের আগেই চতুর্থীর সন্ধ্যায় সুবর্ণ রৈখিক উৎসব ডাক সংক্রান্তির দিনে স্বপন বাবুকে হুইল চেয়ার প্রদান করা হয়।

    এই উপহার পেয়ে খুব খুশি স্বপন বাবু তাঁর পরিবারের সদস্যরা এবং স্থানীয় মানুষজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্ৰুপ পরিচালক মন্ডলীর সদস্য সুদীপ কুমার খাঁড়া, শিক্ষিকা কস্তুরী মিত্র নায়েক, সমাজকর্মী তারক পান্ডা, গৃহবধূ রূপশ্রী পাল ,রিদম পাল এবং দুই দাতা অভিনেশ নায়েক ও বিশ্বজিৎ পাল। উল্লেখ্য বিগত তিন বছর ধরে কোভিড পর্বের সময় থেকে ভাষা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি ধারাবাহিক ভাবে এই ফেসবুক গ্রুপ নানা সমাজসেবা মূলক কাজ করে চলেছে। সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই ফেসবুক গ্রুপ রক্তদান, চারাগাছ রোপণ, শীতবস্ত্র বিতরণ, উৎসবের উপহার বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ,যক্ষা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য বিতররণ, ক্যানসার রোগীদের জন্য চুলদান ,বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার ও ট্রাই সাইকেল প্রদান সহ বহুবিধ সমাজসেবা মূলক কাজ করে চলেছে এই ফেসবুক গ্রুপ টি।