|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: বেহাল রায়দিঘী রোড সারানোর দাবিতে কাশীনগরের শ্রীমতি মোড়ে পথ অবরোধ করল এসইউসিআই কর্মীরা।
বুধবার সকাল ১১ টায় থেকে শুরু হয় এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা বেহাল রায়দিঘী রোড দ্রুত সারানোর দাবিতে সরব হয়। শতাধিক এসইউসিআই কর্মী এই বিক্ষোভে অংশগ্রহণ করে বলে খবর। এই কর্মসূচির নেতৃত্ব দেন এসএসইউসিআই নেতা গুণসিন্ধু হালদার। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে রায়দিঘী থানার পুলিশ পৌছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।