|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, পশ্চিম মেদিনীপুর: নিম্ন চাপের জেরে গত কয়েকদিন অবিশ্রান্ত বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ায় পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন। বন্যার জলের নীচে চাষের জমি। মাথায় হাত চাষীর। কয়েক হাজার বিঘার ধান জমির ফসল নষ্ট। কংসাবতী ও কুবাই নদীতে জল বেড়ে যাওয়ায় কেশপুর ব্লকের 30 টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কেশপুরের কিছু জায়গায় গ্রামের ভিতরেও নৌকা চলাচল করছে। কেশপুরের গোলার, মুগবসান, ঝেঁতলা, সুরতপুর, কানপুর, ঝলকা এনায়েতপুর, ধলহারা সহ বহু গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতির আশংকা আছে। তবে আবার টানা চারদিন ভারী বৃষ্টির আশংকার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। তাতেই আতঙ্ক ছড়িয়েছে জলমগ্ন এলাকার বাসিন্দাদের।