এবার টাকা না দিলেও এক মাস কাটা যাবেনা কেবল কানেকশন

এবার টাকা না দিলেও এক মাস কাটা যাবেনা কেবল কানেকশন

    নতুন গতি ওয়েব ডেস্ক: দেশজুড়েই জারি হয়েছে লকডাউন। ফলে কোটি কোটি ভারতবাসী গৃহবন্দি। এই রাজ্যেও লকডাউন পরিস্থিতিতে ঘরেই আটকে রয়েছেন সিংহভাগ মানুষ। অপরদিকে লকডাউনের ফলে দৈনিক মজদুর ও ছোট ব্যবসায়ীদের উপার্জনের রাস্তা বন্ধ। এই পরিস্থিতিতে ঘরে বসে টিভি দেখতে গিয়ে সমস্যায় পড়ছেন অসংখ্য মানুষ। কারণ বর্তমানে কেবল কানেকশন চলে প্রিপেইড পরিষেবায়। অর্থাৎ মাসের শুরুতেই রিচার্জ করতে হয় কেবল টিভির সেটটপ বক্স। কিন্তু নগদ অর্থের অভাবে অনেকের ঘরেই কেবল কানেকশন বন্ধ হয়ে গিয়েছে। আবার বিনোদন ও রাজ্য ও দেশের খবরাখবর নেওয়ার একমাত্র মাধ্যম হল টিভি। তাও টাকার অভাবে কেবল কানেকশন বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে আমবাঙালির। এই পরিস্থিতিতে এগিয়ে এল রাজ্য সরকার। রীতিমতো নির্দেশিকা জারি করেই রাজ্যের সমস্ত এমএসও এবং ডিটিএইচ অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে টাকার অভাবে একমাস কেবল কানেকশন কাটা যাবেনা। অর্থাৎ কোনও গ্রাহক যদি সময়সতো টাকা জমা না করতে পারেন, তাঁদের এই মাসের জন্য ছাড় দিতে হবে। যদিও এই টাকা পরবর্তী সময়ে মিটিয়ে দিতে হবে গ্রাহকদের। এই সিদ্ধান্তে রাজ্যের সমস্ত নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ উপকৃত হবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই ঘোষণায় যথেষ্ট খুশি রাজ্যের মানুষ।