|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: কাফিল খানের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা বেআইনি বলে জানালো এলাহাবাদ হাইকোর্ট। জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া উত্তরপ্রদেশের চিকিৎসক কাফিল খানকে দ্রুত মুক্ত করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আদালত এও জানিয়েছে, ওই চিকিৎসকের বক্তৃতায় কোনও ঘৃণা বা হিংসা ছিল না। তিনি কেবল নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। কিছু ছাত্রছাত্রীর কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
১৩ ডিসেম্বর এফআইআর করা হয়েছিল ডাক্তারের বিরুদ্ধে। গত ২৯ জানুয়ারি মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছিল কাফিল খানকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ-র বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে । মুম্বইতে সিএএ বিরোধী প্রতিবাদ-আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন কাফিল। মুম্বই পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তারপর থেকে মথুরা জেলেই বন্দি রয়েছেন তিনি।