|
---|
আজিম সেখ, নতুন গতি, বীরভূম:-
আজ সকালে বীরভূম জেলার গদাধরপুর বাজারে বীরভূম জেলা কিষান কংগ্রেস আমাদের সকলের পরম শ্রদ্ধেয় বীরভূমের সুসন্তান প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রয়াত শ্রীযুক্ত প্রনব মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়ে কালো ব্যাচ পরে দিনটিতে শোক উৎযাপন করলো। প্রদেশ কংগ্রেস সদস্য, সাধারণ সম্পাদক বীরভূম জেলা কংগ্রেস কমিটি ও বীরভূম জেলা কিষান কংগ্রেস চেয়ারম্যান সৈয়দ কাসাফদ্দোজা শ্রীযুক্ত প্রনব মুখোপাধ্যায় এর প্রতি গভীর শোক জ্ঞাপন করে তাঁর স্মৃতিচারন করে বক্তব্য রাখলেন। তিনি তার বক্তব্যে জানান প্রণব বাবু গতকাল বিকালে দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর অগাধ পাণ্ডিত্যের জন্য সারা বিশ্ব তাঁকে সম্মান জানাতো। তিনি ভারতবর্ষের অর্থমন্ত্রী, বানিজ্য মন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী র মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ও ছিলেন। তিনি প্রতি বছর নিয়ম করে তাঁর মিরিটির গ্রামের বাড়ি আসতেন দূর্গাপুজোর সময়। নিজে দূর্গাপুজো করতেন।
আমরা মিরিটির গ্রামে প্রতিবছর দূর্গাপুজোর সময় তাঁর বাড়িতে যেতাম আশীর্বাদ নিতে। এতো বড়ো মাপের মানুষ ভারতবর্ষের রাজনৈতিক নক্ষত্র সকলের সাথে দেখা করতেন। আমরা তাঁর আশীর্বাদ নিয়ে ফিরে আসতাম নিজ কর্মক্ষেত্রে। তাঁর মৃত্যুতে বীরভূমবাসী হিসাবে আমরা ভীষণভাবে শোকাহত ও মর্মাহত। আমরা আজ অভিভাবকহীন হয়ে পড়লাম। ভারতবর্ষ হারালো একজন বিশ্ববরেণ্য রাজনৈতিক নেতৃত্বকে। ভারতমাতার যোগ্য সন্তান ভারতরত্ন প্রনব মুখোপাধ্যায় এর চরনে শতকোটি প্রনাম জানাই। ঈশ্বর আপনার পবিত্র আত্মার চির শান্তি দিন। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন। আপনার আশীর্বাদ আমাদের চলার পথের পাথেয় হয়ে থাক।