|
---|
আব্দুস সামাদ, জঙ্গিপুর: একশো দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা রাজ্যের প্রতি।কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও জনবিরোধী নীতির প্রতিবাদে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল। এইদিনের প্রতিবাদ মিছিল থেকে ব্লক সভাপতি সমীরুদ্দিন বিশ্বাস বলেন কেন্দ্র সরকারের কাছে এই মুহূর্তে ৬৫০০ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের প্রাপ্য। এই টাকা না দিলে যারা এই প্রকল্পে কাজ করেছেন তাদের বেতন দেওয়া যাচ্ছে না। গত ৪ মাস ধরে বহু মানুষের বেতন হয়নি।ফলে বেশ কিছু মানুষ অসুবিধায় পড়েছেন।
এছাড়াও আজকের এই প্রতিবাদ সভা থেকে দৈনন্দিন ডিজেল,পেট্রোল,রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র সরকারের প্রতি তোপ দাগেন প্রতিবাদ সভায় আগত তৃণমূল নেতৃত্ব। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সমিরুদ্দীন বিশ্বাস, সহ সভাপতি রফিকুল ইসলাম (হোদা) রঘুনাথগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতি সভানেত্রী শাহীন সিদ্দিকী, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যতম তৃণমূল নেতা তোরাব আলী খান, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য প্রধান উপপ্রধান সহ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক বৃন্দ।