জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন

আজিজুর রহমান : পূর্ব বর্ধমান নিত্যদিন কাটা হচ্ছে বহু গাছ। জঙ্গল কেটে গড়ে উঠছে জনবসতি। মানুষের প্রয়োজনে মানুষই সৃষ্টকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গাছপালা কাটার জন্য বেড়ে গেছে বিশ্ব উষ্মায়ন। যার ব্যাপক প্রভাব পরছে জনজীবনে। তাছাড়া গাছপালা কাটার জন্য বিভিন্ন জায়গায় জলবায়ুর তারতম্য ঘটছে। কখনও কখন ঋতু পরিবর্তনে ব্যাঘাত ঘটছে। তাই এসব রুখতে প্রয়োজন গাছ লাগানো। এবার সেই কাজে এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর ১ গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডলের উদ্দ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হল। দিনটিকে স্মরণীয় রাখতে এলাকার বেশ কিছু কিশোরীদের হাতে ফলগাছের চারা বিতরন করলেন তিনি। আয়োজকের দাবী তারা ওই কাজ কিছুদিন আগেই পঞ্চায়েতের বিভিন্ন এলাকার শুরু করেছেন। আগামীদিনেও ওই কাজ চালিয়ে যাবেন।