‘করোনা’ মোকাবেলায় ত্রাণ বিলিতে পিছিয়ে নাই জেলা পুলিশেরা

‘করোনা’ মোকাবেলায় ত্রাণ বিলিতে পিছিয়ে নাই জেলা পুলিশেরা

    নিজস্ব প্রতিবেদনঃ বারুইপুর পুলিশ জেলার, পুলিশ সুপার রশিদ মুনির খানের উদ্যোগে বারুইপুর সহ সোনারপুর ও নরেন্দ্রপুর থানা এলাকায় গৃহবন্দী ও হোম গুলির মানুষের হাতে তুলে দেওয়া হল
    ‘ করোনা ‘ ত্রাণ সামগ্রী৷ সঙ্গে ছিলেন ট্রাফিক বিভাগের কর্মীরাও৷ রবিবার থেকে গৄহবন্দী মানুষের হাতে চাল, ডাল, আলু ও সোয়াবিন এর প্যাকেট তুলে দেওয়া হয়৷ জেলার প্রতিটি থানায় এইভাবে ত্রাণ বিলির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার৷ এই ত্রাণ পেয়ে খুশি এলাকার বাসিন্দারা৷

    লকডাউনের জেরে স্তব্ধ পথঘাট কলকারখানা সহ একাধিক কর্মস্থল। এই কয়েকটি দিন সাধারণ মানুষের সংসার এর জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হল। স্বাভাবিক ভাবে দক্ষিণ ২৪ পরগণার প্রত্যন্ত গ্রামে বহু সাধারণ কৃষক থেকে শুরু করে বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষ জন বসবাস করেন। রাজ্যের সংকটময় পরিস্থিতিতে প্রশাসনের  তরফ থেকে এই সকল পণ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ।

    এছাড়াও তাদের উদ্যোগে গত কাল থেকে শুরু হয়েছে রক্তদান শিবির কেবল মাত্র পুলিশ দের জন্য। লকডাউন এর সময় রক্তশূন্যতা ব্লাড ব্যাংকের কথা মাথায় রেখে তাদের এই পরিকল্পনা বলে জানা যায়।