|
---|
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত বড় আর্থিক বিপর্যয় বললেন রাষ্ট্র সংঘ
নতুন গতি ওয়েব ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় আর্থিক বিপর্যয় আর আসেনি। সাম্প্রতিক ইতিহাসে এমন আর হয়নি। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তিনও গুতেরাস সতর্ক করে বলেছেন, পৃথিবীর সব দেশই এর শিকার। করোনা মহামারীর সঙ্গে আর্থিক আর্থিক ক্ষতি মিলে বাড়বে অস্থিরতা, অশান্তি, সংঘর্ষ। রাষ্ট্রসংঘ করোনার আর্থিক-সামাজিক অভিঘাত নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে মঙ্গলবার। গুতেরাস এই বিপর্যয় ঠেকাতে সক্রিয় প্রতিরোধ দরকার। সব বিবাদ ভুলে সবাইকে একসঙ্গে আসতে হবে। কেন না, এটা নিছক স্বাস্থ্যের সমস্যা নয়। এটা সমাজের মূলে আঘাত করেছে। এখনও করোনা প্রতিরোধে প্রয়োজনীয় সক্রিয়তা সর্বত্র নেই। বহু দেশ বিশ্ব স্বাস্থ্যসংস্থার গাইডলাইন মেনে চলছে না। এখনও বিশ্বব্যাপী কোনও আর্থিক প্যাকেজ তৈরি হয়নি। যারা সংগঠিত অর্থনীতির বাইরে তারা কোনওভাবেই বাঁচবেন না। ৫০ লাখ থেকে দেড় কোটি লোক কর্মহীন হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও। কম ও মাঝারি অর্থনীতির রাষ্ট্রগুলির জন্য রাষ্ট্রসংঘ একটি তহবিল তৈরি করেছে। তাতে দেশগুলি নিজেদের অবস্থা সামাল দিতে পারে।