সেরা বাঙালির সম্মান পেলেন বাগনানের ভূমি পুত্র চন্দ্রনাথ বসু।

লুতুব আলি, ১৯ ডিসেম্বর : সেরা বাঙালির সম্মান পেলেন বাগনানের ভূমি পুত্র চন্দ্রনাথ বসু। কলকাতার সাংস্কৃতিক সংস্থা বাংলার মন। এই সংগঠনটি বিশ্ববরেণ্য সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের জন্মদিন উপলক্ষে কবিতা উৎসবের আয়োজন করেছিল। সহযোগিতায় ছিল মিনিস্ট্রি অফ কালচার ইস্ট্রান জোনাল কালচারাল সেন্টার। অনুষ্ঠানটি হয় কলকাতার E ZCC মুক্তমঞ্চে। এই অনুষ্ঠানে সেরা বাঙালির সম্মাননা দেওয়া হল হাওড়ার বাগনানের ভূমিপুত্র সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম যোদ্ধা চন্দ্রনাথ বসু কে। সেরা বাঙালির শ্রেষ্ঠ সম্মান টি তুলে দেন বিশ্ববরেণ্য সাহিত্যিক পৃথ্বীরাজ সেন। সম্মাননা উপহার সামগ্রী হিসেবে ছিল শাল, উত্তরীয়, স্মারক, মানপত্র, বই। চন্দ্রনাথ বসুর সংগঠন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের ৪৩ জন কবি এই কবিতা উৎসবে পৃথ্বীরাজ সেন কে নিয়ে লেখা কবিতা পাঠ করেন। উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক বই মেলাতে চন্দ্রনাথ বসুর জীবনী নিয়ে লেখা বই প্রকাশ করা হবে বলে উদ্যোক্তারা জানান। চন্দ্রনাথ বাবু একাধিক সংগঠন তৈরি করে সাংস্কৃতিক আন্দোলনকে প্রসারিত করে চলেছেন বলে অনুষ্ঠানে উপস্থিত গুণীজনেরা প্রশংসিত করেন। এক সাক্ষাৎকারে চন্দ্রনাথ বসু জানান, এই পুরস্কার পেয়ে দায়িত্ব আরও বেড়ে গেল। এপার বাংলা ওপার বাংলা সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চন্দনবাবু অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। তিনি একাধিক সামাজিক কাজের সঙ্গেও তার সংগঠনগুলিকে অতপ্রত ভাবে যুক্ত করেছেন। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবেও সমাজসেবা মূলক কাজ করে থাকেন। সামাজিক বনসৃজন করেও তিনি দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। চন্দ্রনাথ বসু সেই কারণে গাছ কাকু হিসাবেও খ্যাতি অর্জন করেছেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরসূরী বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, রঞ্জনা গুহ, কবি শ্রী সুজন, মধুসূদন বাগ, মিলি দাস, শিব শঙ্কর বক্সী, উৎপল ধারা প্রমুখ।