গ্যাসের পাইপ লাইনের কাজে জমি নেওয়ার প্রতিবাদে মেমারি ১ বিডিওর কাছে ডেপুটেশন

সেখ সামসুদ্দিন, ১৯ ডিসেম্বরঃ ভারত সরকারের অনুমোদিত গেইল সংস্থার গ্যাসের পাইপ লাইনের কাজে চাষীদের ন্যায্য মূল্য না দিয়ে জমি নেওয়ার প্রতিবাদে মেমারি ১ বিডিওর কাছে ডেপুটেশন। মেমারির তালপাতা এলাকার চাষীরা দাবি করেন তাদের একমাত্র নির্ভরশীল জমি গেইল অধিগ্রহণ করায় সেই জমি চাষ ছাড়া অন্য কোন ভাবে ব্যবহার করা যাবে না। ফলে তারা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে প্রশাসনের দ্বারস্থ। তারা চায় জমির ন্যায্য মূল্য দিয়ে জমি নিলে ক্ষতি নেই, কিন্তু যে পদ্ধতিতে জমি নেওয়া হচ্ছে তাতে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডেপুটেশন নেয়ার পর সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন তাদের কাছে বর্তমানে কিস্কিন্দা মৌজার জমির ভ্যালুয়েশন কি আছে তার তথ্য দিলে বিষয়টি তারা দেখবেন।