হলদিয়া শহরে বারবার গাছের ছাল ছাড়িয়ে নেওয়ায় উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা

 

    নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়ার বুকে বারবার ঘটে চলেছে গাছের কান্ড থেকে ছাল ছাড়িয়ে নেওয়ার ঘটনা! যা পরিবেশ প্রেমীদের কাছে এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

    হলদিয়ার বালুঘাটার পর এবার টাউনশিপ এলাকায় “Assembly God Church” স্কুলের ঠিক সামনে এবার গাছের ছাল ছাড়িয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পরিবেশ প্রেমীদের মধ্যে। ছোট গাছের সাথে ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে একটি আস্ত বড় খিরিশ গাছেরও। তবে ঘটনায় গাছটি আর কতদিন আস্ত থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন।

    কারা করছে এমন কাজ? কেনই বা করছে? এর উত্তরের অভিমুখ গুলোকে আপাত দৃষ্টিতে যেটা মনে হয়, প্রথমত স্থানীয় ব্যক্তিরা জ্বালানীর উদ্দেশ্যে ছাল তুলতে পারে। তবে সেটা হয়নি। কারণ, ছবিতেই আপনারা দেখছেন গাছের ছাল তুলে, তা গাছের গোড়াতেই ফেলে রাখা হয়েছে। দ্বিতীয়ত কোনো প্রাকৃতিক কারনে ঘটতে পারে। যদি এমন কোন কারণে ঘটে, তাহলে স্থানীয় বন দপ্তর, প্রশাসন, বা স্কুল কতৃপক্ষ কোন রকম প্রকৃতির কথা ভেবে কোন ব্যবস্থা গ্রহণ করছে না কেন? আর ঠিক তার পাশেই যেখানে প্রায় ১০ থেকে ১২টি গাছকে একই উপায়ে মারা হয়েছে। তৃতীয়ত, কোনো প্রভাবশালী ব্যক্তি বা কতৃপক্ষ কোনো কাজ হাসিল করার জন্য রাতের অন্ধকারে এগুলো করছে না তো? বলা ভাল, গাছটি মারা গেলে স্থানীয় স্কুলের রাস্তাটা হয়তো বা একটু প্রসস্থ করা যাবে। এসব নানান শঙ্কা এড়ানোও যাচ্ছে না।

    এসব ঘটনার জোরালো প্রতিবাদ হওয়া দরকার এবং সাথে এই অপরাধের সাথে যুক্ত ব্যক্তির কঠোর সাজার প্রয়োজন। নাহলে আমরা যতই বৃক্ষ রোপন করি না কেন, সেই বৃক্ষ এভাবে নিধন হলে, আমরা পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য কোনদিন সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারব না।