পঞ্চায়েত ভোটে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানালেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ।

লুতুব আলি, বর্ধমান, ২০ ডিসেম্বর : পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কেতুগ্রাম চক্রের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। কেতুগ্রাম পাচুন্দি বাসস্ট্যান্ডের ঐকতানে। সম্মেলনের উদ্বোধন করে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ শিক্ষকদের উদ্দেশ্যে আহ্বান জানালেন : মা মাটি মানুষের জননেত্রী তথা রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসেবামূলক কাজ করে ১১ বছরের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিরোধীরা কেবলমাত্র বিরোধিতা করার জন্যই একনাগাড়ে অপপ্রচার করে চলেছেন। মুখ্যমন্ত্রী প্রবর্তিত জনসেবা মূলক পরিষেবা গুলি নিয়ে জনগণের কাছে হাজির হওয়ার অনুরোধ জানান। কেন্দ্রের বঞ্চনার সঙ্গে রাজ্য সরকার পরিচালিত হচ্ছে এর ফলে চরম এক আর্থিক সংকট তৈরি হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তরুণ মুখার্জি, সংগঠনের জেলা নেতৃত্ব শেখ আবু বক্কর, জেলা পরিষদ সদস্য বিকাশ কুমার মজুমদার, কেতুগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা ঘোষ ব্যানার্জি, সহ-সভাপতি সুব্রত ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের কেতুগ্রাম ২ নং ব্লক সভাপতি বিকাশ মজুমদার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মুর্শেদ আলম মোল্লা। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শেখ ইসরাইল সংগঠনটিকে মজবুত করতে ও নানাবিধ বিষয় নিয়ে আলোকপাত করেন। এই সম্মেলন থেকে শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুলহাস শেখ, সুজয় পাল, সুখেন মন্ডল, জান্নাতুন সহেলি, বিদ্যুৎ ঘোষ, সুফিয়ার রহমান, অনিমেষ গুপ্ত, অভিজিৎ ঘোষ, জুলফিকার আলী খান, শোন মাঝি প্রমুখ।