জেলা প্রশাসকের খাদ্য সংস্থা পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া : সম্প্রতি বিশ্বব্যাপী করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে।ভারতেও তার দাপট উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।তারই প্রতিরোধ কল্পে চলছে লক ডাউন। এরই জেরে মানুষ এর জীবনেও নানা সমস্যা দেখা দিচ্ছে,বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের সাথে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মধ্যেও চরম সংকট দেখা দিয়েছে। সেই সংকট নিরসনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র ঘোষিত নির্দেশানুসারে রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, বিনামূল্যে। সেই প্রক্রিয়া,- নির্দিষ্ট স্থান থেকে রেশন শপের মাধ্যমে গত এপ্রিল থেকে শুরু হয়েছে।সেইসব খাদ্য দ্রব্যের গুণগত মান দেখার জন্য বাঁকুড়া জেলা শাসক এস অরুণ প্রসাদ ও বাঁকুড়া সদর মহকুমা শাসক সুদীপ্ত দাস মহাশয় বাঁকুড়া মিউনিসিপ্যালিটির এলাকা ও বাঁকুড়া ১নং ব্লকের পি ডি এস, এফ পি এস এবং ঐ সব এলাকাস্থিত গোডাউন গুলি পরিদর্শন করেন।কোন ত্রুটি না থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।