মেদিনীপুরে শ্রীদর্শিনীর উদ্যোগে বসন্ত উৎসব*

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যকে সামনে রেখে মহিলাদের নিয়ে গঠিত সংস্থা শ্রীদর্শিনী পরিবারের উদ্যোগে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের বিধাননগর মাঠ। আবৃত্তি, সঙ্গীত,নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। পাশাপাশি ছিল আবীর খেলার আয়োজন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সর্বাণী হালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর মৌ রায়। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সংস্কৃতিপ্রেমী সৌমেন চক্রবর্তী, প্রাবন্ধিক অধ্যাপক ড.শান্তনু পান্ডা সহ অন্যান্যরা।সমবেত নৃত্য অংশ নেন নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্রের তত্ত্বাবধানে শেষাদ্রি ডান্স একাডেমীর শিক্ষার্থীরা ও নৃত্যশিল্পী সুকান্তা চ্যাটার্জীর ছাত্রীরা ও অন্যান্যর।একক নৃত্যে অংশ নেন মৌলি দাস অধিকারী,দীপাগ্নি মিশ্র, সুকান্তা চ্যাটার্জী প্রমুখ।সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী প্রলয় বিশ্বাস, মাতুয়ার মল্লিক, স্বাগত মাইতি, সুলগ্না চক্রবর্তী, ড. অদ্রিজা ত্রিপাঠি,রুমা কর মৌসুমী দাস অধিকারী প্রমুখ।
    আবৃত্তি পরিবেশন করেন গার্গী শাসমল,পাঞ্চালী চক্রবর্তী, সুদীপ্তা মিশ্র প্রমুখ শিল্পীবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিকশিল্পী মিতালী ত্রিপাঠী।শ্রীদর্শনীর পক্ষে উপস্থিত ছিলেন নম্রতা ঘোষ, অনিন্দিতা বোস, মনীষা মাইতি,ত্বিষা দাশগুপ্ত সহ অন্যান্যরা। এদিনের উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বনির্ভর মহিলার বেশ কিছু ফুড স্টল ও অন্যান্য স্টল দেন। ছিল নবদ্বীপের স্পেশাল ক্ষীরদই এর স্টলও।শ্রীদর্শিনীর পক্ষ থেকে বাংলা নতুন বছরের আগমনী বার্তা দিতে মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে ৪ঠা এপ্রিল থেকে ৮ই এপ্রিল পর্যন্ত একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে যেখানে স্বনির্ভর মহিলারা তাদের তাদের তৈরি নানা পোশাক,ব্যাগ,গহনা,খাদ্যদ্রব্য সহ অন্যান্য সামগ্রী নিয়ে উপস্থিত থাকবেন। পাশাপাশি থাকবে নবদ্বীপের ক্ষীরদই, কামারপুকুরের সাদা বোঁদে, চন্দননগরের জলভরা সন্দেশ সহ বিভিন্ন আকর্ষণীয় খাদ্যসামগ্রী।