রঘুনাথগঞ্জ ৫৯নম্বর বিধান সভায় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আবুল কাসেমের সমর্থনে কর্মী সম্মেলনে অধীর

আব্দুস সামাদ,নতুন গতি, জঙ্গিপুর:2021 বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবাংলার, বামফ্রন্ট,কংগ্রেস,আই,এস, এফ নিয়ে সংযুক্ত মূর্চা তৈরি হয়েছে। সেই সংযুক্তা মুর্চার কংগ্রেসের মনোনীত প্রার্থীদের প্রায় কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রচারে যাচ্ছেন। তেমনি আজ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ৫৯নম্বর বিধান সভায় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আবুল কাসেমের সমর্থনে কর্মী সম্মেলনে এসে উপষ্ঠিত হয়েছেন অধীর রঞ্জন চৌধরী। এই কর্মী সম্মেলন থেকে তিনি বললেন মুর্শিদাবাদ কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। তার সাক্ষী জঙ্গিপুরের মানুষ। বিগত দিনে কোনো জায়গায় পাস করতে না পারা ব্যাক্তিকে জঙ্গিপুরের মানুষ দেশের সর্বোচ্চ আসনে বসিয়ে ছিলেন। প্রসঙ্গ প্রণব মুখার্জি। এছড়াও তিনি বলেন এই মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলিম বসবাস করে। এই মুর্শিদাবাদের মানুষ ভাতৃত্ব বুঝে,সংস্কৃতি বুঝে। এছড়াও বক্তব্যের মাঝে একাধিক বার বিজেপি, ও তৃণমূল কংগ্রেস কে কটাক্ষ করে বলেন বিজেপি এবং তৃণমূলের গোপন আঁতাত আছে। এছাড়াও বলেন তিনি তৃণমূল কংগ্রেসের রঘুনাথগঞ্জ বিধানসভার মনোনীত প্রার্থী কে কটাক্ষ করে বলেন আমরা ভুল একবার করেছি তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং বলেন আমরা সততার রাজনীতি করি উনার মতো আমরা গাদ্দারী করে ৫০ লক্ষ্য টাকায় বিক্রি হয়ে যাবো না। আপনারা ওই সমস্ত দুর্নীতিবাজ লোককে পরাস্ত করতে কংগ্রেসের প্রার্থী আবুল কাসেম কে দুয়া এবং আশীর্বাদ দেবেন। এছাড়াও কর্মী সম্মেলনের মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে একাধিক প্রশ্ন ছুড়ে যান। আজকের এই কর্মী সম্মেলনে চোখের পড়ার মতো বাম,কংগ্রেসের কর্মী সমর্থক উপষ্ঠিত ছিলেন।