হিঙ্গলগঞ্জ কলেজে সাংবাদিকতা বিষয়ে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা : হিঙ্গলগঞ্জ কলেজে সাংবাদিকতা বিষয়ে কর্মশালা‘প্রত্যেকটি কাগজ তার নিজস্ব রীতিতে চলে।’ নতুন শিক্ষানীতি অনুসারে গতকাল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে এক দিবসীয় রাজ্যস্তরের সাংবাদিকতা বিষয়ে একটি কর্মশালায় কথাগুলো বলেন, নতুন গতি ও মাসান্তিক পত্রিকার সম্পাদক ইমদাদুল হক নূর। তিনি ছাত্রছাত্রীদের তাঁর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন বিখ্যাত সাহিত্যিক ও সাংবাদিকদের সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা শোনান। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে কলেজের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন জানান, নতুন শিক্ষানীতিতে সাংবাদিকতা বিষয়ে যে পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে সেই বিষয়ে ছাত্র-ছাত্রীদের বিস্তারিতভাবে জ্ঞাত করতে এই কর্মশালার আয়োজন করা হয়। মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সদস্য ও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুদীপকুমার মন্ডল এই ধরনের আলোচনা সভা আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিনের কর্মশালার মুখ্য আলোচক অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মৌমিতা দে দাস বিভিন্ন ধরণের সংবাদ নিয়ে আলোচনা করেন।
সাংবাদিক নবেন্দু ঘোষ সংবাদপত্রে কোন সংবাদ ছাপা হবে এবং কোন সংবাদ ছাপা হবে না এবং কেন ছাপা হবে না বা কেন ছাপা হবে, সে বিষয়ে ছাত্রছাত্রীদের জ্ঞাত করান। নতুন পাঠক্রম অনুযায়ী বিস্তারিত আলোচনা করেন ডিরোজিও মেমোরিয়াল কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক অনির্বাণ বসু রায় চৌধুরী। দু’পর্বে বিভক্ত আলোচনা সভাটি পরিচালনা করেন অধ্যাপিকা মনামী মুখার্জী ও অধ্যাপিকা মহাব্বতুন্নেসা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক কিঙ্কর মন্ডল। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপিকা পল্লবী সিনহা দাস। আলোচনা শেষে বক্তারা ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শামীম ভড়, শিক্ষক অমিত সরকার, সাংবাদিক আয়ুব আলি, অধ্যাপিকা ঈশিতা দে, অধ্যাপিকা পারমিতা সরকার, অধ্যাপক গোলাম মর্তুজা, অধ্যাপক সুমন তামাঙ, অধ্যাপক নীলাদ্রি শেখর সিংহসহ মহাবিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক ও ছাত্রছাত্রীরা।
শেখ কামাল উদ্দীন,অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়।