হরিণখোলা দরবার শরীফ জুলফিকার আজিজিয়া যুব ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন রকম সামাজিক সেবা মূলক কাজ করা হয়।

সংবাদদাতা : হরিণখোলা দরবার শরীফ জুলফিকার আজিজিয়া যুব ফাউন্ডেশন (জেয়েফ) এর উদ্যোগে সারা বছর ব্যাপী বিভিন্ন রকম সামাজিক সেবা মূলক কাজ হয়ে থাকে। এই লকডাউনেও জয়েফ বিভিন্ন সময়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে চাল, ডাল, আলু কখনো বা ঈদ সামগ্রী ছোলা, চিনি, আটা ,তেল ,ব্যাসন সাবান প্রভৃতি দিয়ে প্রায় ৫০০ (পাঁচশত )পরিবারের পাশে দাঁড়িয়েছে চতুর্থ পর্যায়

    লকডাউনে জয়েফ ঈদ সামগ্রী আরামবাগ ব্লকের বিভিন্ন গ্রামে যেমন মধুরপুর, তাজপুর, চিলাডাঙ্গী, কাটাবনি, হরিনখোলা অরুনবেরা সহ বেশকিছু গ্রামে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। জয়েফের কর্ণধার পীরজাদা মহেবুল্লাহ হুসাইনী বলেন জয়েফ একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন যা অ্যাম্বুলেন্স, প্রতিবন্ধী রিক্সা বন্যার ত্রাণ থেকে শুরু করে বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিতরন কার্যে উপস্থিত ছিলেন জয়েফের রাজ্য সভাপতি পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনী, কনভেনার পীরজাদা এনায়েতুল্লাহ হোসাইনী, সহ-সম্পাদক পীরজাদা সাফিউল্লাহ হোসাইনী, পীরজাদা মাতিউল্লাহ হুসাইনী , হাফেজ নাজমুস সাকিব, কেন্দ্রীয় কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ মুস্তাকিম, সাদ্দাম হোসেন, শেখ আশরাফুল, আলাউদ্দিন সানা, রহমত সানা প্রমূখ।