|
---|
শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-
করোনার আবহে দেশজুড়ে লকডাউনের সময় বিজ্ঞান চর্চার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের সাহায্যে হাত প্রসারিত করলো মেদিনীপুর শহরের প্রাচীনতম বিজ্ঞান সংগঠন ‘সায়েন্স সেন্টার’ । শুক্রবার দুপুরে সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধি দল মেদিনীপুর সদর মহকুমাশাসক দীননারায়ন ঘোষের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান বাবদ তিরিশ হাজার পাঁচশো(৩০৫০০) টাকার একটি চেক তুলে দেন।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আশীষ কারক,অর্ণব দে, প্রলয় সাঁতরা,অনুপম রায় প্রমুখ। করোনা মোকাবিলায় ইতিপূর্বে সায়েন্স সেন্টারের তরফে জনসচেতনতা প্রচার, ত্রাণসামগ্রী বিতরণ , স্থানীয় বাজারে সব্জী বিক্রেতাদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরনের মাধ্যমে সচেতনতা আনার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বর্তমানে সময়ে বিভিন্ন এলাকায় করোনা সচেতনতা প্রচার চলছে সায়েন্স সেন্টারের উদ্যোগে।
সংস্থার তরফে সম্পাদক সুচাঁদ পান ও সভাপতি ডঃ গোপাল চন্দ্র বেরা বলেন, মানুষের জন্যই বিজ্ঞান,তাই মানুষের ব্যধি মুক্তি ও কুসংস্কার মুক্ত বিজ্ঞান মানসিকতা যুক্ত সমাজ গঠনে সায়েন্স সেন্টার বিগত দিনেও মানুষের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে।