পাঁচখুরী ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে ত্রাণ বিতরণ

সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-আবারও মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরী ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে লকডাউনের সময় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হলো। শুক্রবার সকালে মহাবিদ্যালয় সংলগ্ন শাঁকোটী গ্রামে দুঃস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি করোনা সচেতনতা বিষয়ে প্রচার করা হয়।

    দুপুরে শালবনী ব্লকের গোয়ালডিহি এলাকার বুড়িশোল গ্রাম এবং গোদাপিয়াশাল এলাকার কৃষ্ণনগর ও চৈতা গ্রামের দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় ও করোনা সচেতনতা বিষয়ে প্রচার করা হয়। কলেজ প্রশাসনের পক্ষে মিঠুন বারিক জানান, মেদিনীপুর শহর থেকে মাত্র ১০-১২ কিলোমিটারের মধ্যে অবস্থিত বুড়িশোশ গ্রামে বসবাস করী এবং দারিদ্র্য সীমার নীচে অবস্থান কারী ৭০ টি পরিবারের অবস্থা খুবই শোচনীয়। তাঁরা তাঁদের সাধ্যমত সাহায্য করেছেন, কিন্তু এই এলাকার মানুষদের বর্তমানসংকট নিরসনে এবং করোনা পরবর্তী জীবনযাত্রার মানোন্নয়নে প্রশাসনিক স্তর থেকে সরকারী বিশেষ উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন। তিনি আরও জানান , এলাকাবাসীর অবস্থা দেখে তাঁরা মর্মাহত ও ব্যথিত,তাঁরা দ্রুত এবিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন।