|
---|
খান আরশাদ, দুবরাজপুর। –বীরভূমের দুবরাজপুর থানার কুখুটিয়া গ্রামে আজ মঙ্গলবার বস্তাবন্দী বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয়। আজ সকালে কুখুটিয়া গ্রামের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পাশে এই বোমাগুলি স্থানীয়দের চোখে পড়ে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর দেওয়া হয় দুবরাজপুর থানায়।দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে। গতকাল বীরভূমের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোন বড় ধরনের মারাত্মক কিছু ঘটেনি। বলতে গেলে শান্তির মধ্য দিয়েই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু আজ মঙ্গলবার কুখুটিয়া গ্রামে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষদের অনুমান এবারের লোকসভা নির্বাচনে প্রশাসনিক প্রক্রিয়া আঁটোশাটো থাকায় হয়তোবা দুষ্কৃতীরা কোন ধরনের অঘটন ঘটাতে সাহস পায়নি। প্রসঙ্গত এবারের নির্বাচনে বীরভূমের ৯৯% বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ফলে কোন বড় ধরনের অশান্তি হয়নি। মঙ্গলবার এই বোমা উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের ধারনা উদ্ধার হওয়া এইসব বোমাগুলি ব্যাবহার করে দুষ্কৃতীরা হয়তো রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করতো। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পাশ থেকে এসব বোমা গুলি উদ্ধার হলেও, কে বা কারা কি উদ্দেশ্যে এখানে এইসব বোমা মজুত করে রেখেছিল তা সঠিক জানা যায়নি। তৃনমূল কংগ্রেসের দুবরাজপুর ব্লক যুব সভাপতি কাশেমুল হক জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগই নেই। তাদের অস্তিত্ব বর্তমানে এসব এলাকায় চলে যেতে বসেছে তাই এসব তারা করছে। এসব বিরোধীদেরই চক্রান্ত। তারা এসব করে থাকতে পারে। বোমা উদ্ধারের এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।