|
---|
নিজস্ব প্রতিনিধি,নতুন গতি, নদীয়া: শনিবার চাপড়া ব্লকের বৃত্তিহুদা অঞ্চলে দিদি কে বলো কর্মসূচীর রাজ্যের সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌছাতে পারেন, সেই উদ্দেশ্যেই তৃনমূলের এই অভিনব প্রকল্প। চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নদীয়া জেলা পরিষদের সদস্য জেবের সেখ নেতৃত্ব বৃত্তিহুদা অঞ্চলের এই কর্মসূচী আয়োজিত হয়। তিনি জানান এর আগের পর্যায়গুলোতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এবারেও মানুষের যথেষ্ট সাড়া পেয়েছি। ব্লকের বিভিন্ন গ্রামে এই কর্মসূচী অনুষ্ঠিত হবে। প্রতিটি জায়গায় ২০ জন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হবে। এদিন উপস্থিত ছিলেন চাপড়া ব্লক সভাপতি জেবের সেখ, তৃণমূল যুব সভাপতি বাবলু ঘোষ, নদীয়া জেলার সংখ্যালঘু সেলের সম্পাদক বিপ্লব বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্যগোপাল হালদার ও বৃত্তিহুদা অঞ্চল সভাপতি রাহান মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব বিন্দু বৃত্তিহুদা এই অঞ্চলের দিদিকে বল কর্মসূচি অনুষ্ঠানে স্থানীয় মানুষজন এছাড়া দেখে ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব খুশি। স্থানীয় লোকজনের সমস্যার কথা শুনে ব্লক সভাপতি আগামী দিন তারা এই সমস্যাগুলো সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে গেল মানুষ যাতে স্বাস্থ্য থেকে খাদ্য থেকে শুরু করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা কোন মতেই মানুষ যেন বঞ্চিত না হয় সেই বার্তা দিয়ে গেলেন অঞ্চল নেতৃত্ব দের কাছেআগামী দিন তিনি আবার এই বৃত্তিগত অঞ্চলে এই মানুষের মুখ থেকেই শুনবেন তারা সরকারি সুযোগ-সুবিধা কতটা পেয়েছে।