১০ বছর পূর্তি ও প্রতিষ্ঠা দিবস পালনে রাজ্যের জেলায় জেলায় পতাকা উত্তোলন আইমার

জাকির হোসেন সেখ, ৩০ এপ্রিল, পাঁশকুড়া: অরাজনৈতিক সংগঠন ‘অল ইন্ডিয়া মাইনরিটি এ্যাসোসিয়েশন’ এর আজ প্রতিষ্ঠা দিবস। ২০০৯ সালের ৩০ শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত অন্তর্গত চাঁপি গ্রামের এক দলিত যুবকের হত্যাকাণ্ডের প্রতিবাদে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেনীর মজলুম মানুষকে ইনসাফ পাইয়ে দেয়ার লক্ষ্যে এই দিনেই জন্ম নিয়েছিল সেচ্ছাসেবী এই সংগঠন। পুর্ব মেদিনীপুর জেলার প্রতাপপুর দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ খালেদ হোসেন সাহেবের সভাপতিত্বে পীরজাদা সৈয়দ রুহুল আমিন (ভাইজান) কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে তিমির বরন সিনহার মতো বহু বিশিষ্ট ব্যক্তিত্বের সহযোগিতায় গড়ে উঠেছিল এই সংগঠন। আজ ৩০ শে এপ্রিল ২০১৯ তারিখের প্রতিষ্ঠা দিবসে যে পূর্ণ করছে দশম বর্ষপূর্তি। 

    সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন (ভাইজান) এই উপলক্ষে আগেই রাজ্য ও রাজ্যের বাইরে থাকা সমস্ত জেলা কমিটিকে জেলা, ব্লক ও অঞ্চল স্তরে পতাকা উত্তোলন ও জনসংযোগের মাধ্যমে আইমার প্রতিষ্ঠা দিবস পালন করার নির্দেশ দিয়েছিলেন। সেই মত পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় এবং পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্যান্য কমবেশি ১২ টি রাজ্যে থাকা নেতৃত্ব আজ সকাল থেকে আইমার সাংগঠনিক পতাকা উত্তোলন ও নানা জনসেবা মুলক কর্মসূচির মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠা দিবস ও দশম বর্ষপূর্তি উদযাপন করছে।

    ছবিঃ সেখ আবুল কালাম।