ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ

দেবজিৎ মুখার্জি: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা করে আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ। আগামী ৩০ মে সকালে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত।

    এই বিষয়ে কুনাল ঘোষ বলেন “বিজেপির দাবি আমি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছি। আমি কেন আঘাত করব? রাজনৈতিক চক্রান্ত করে এসব করা হচ্ছে।”

    উল্লেখ্য, গত বছর ত্রিপুরায় এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন “জয় সীতারাম বা সিয়ারাম থেকে বিকৃত করে সীতাকে বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। রামরাজ্যে অপমানিত হয়েছেন সীতা। তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় বনবাসে যেতে হয়েছিল। আর সীতার পাতালে প্রবেশ কার্যত আত্মহননের শামিল।” ১২ নভেম্বর বাগমা ফাঁড়িতে রামায়ণের বিভিন্ন সংস্করণ এবং গবেষণাপত্র সঙ্গে নিয়ে পুলিশের মুখোমুখি হন কুণাল ঘোষ। পুলিশের মুখোমুখি হন কুণাল ঘোষ। কোনও ধর্মকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না বলেই দাবি করেন তিনি। সীতার পরিণতির কথা তুলে ধরা তাঁর একমাত্র লক্ষ্য ছিল বলেই জানান তৃণমূল নেতা।