যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফের দূতাবাস খুলতে চলেছে ভারত

নতুন গতি নিউজ ডেস্ক: শুক্রবার এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফের দূতাবাস খুলতে চলেছে ভারত। কর্মীরা আগের মতোই কিয়েভের দূতাবাসে কাজ করবে ১৭ মে থেকে।

    ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর ১৩ মার্চ কিয়েভ থেকে ওই দূতাবাসটিকে সাময়িকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল পোল্যান্ডের ওয়ারশ-তে। হাজার হাজার ভারতীয় পড়ুয়াকে উদ্ধারের কাজে নয়াদিল্লীকে মদত দেয় কিয়েভ ও মস্কো উভয়েই। দুই দেশের কাছেই লড়াই থামিয়ে আলোচনার পথে ফেরার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্লেষকদের বক্তব্য এই পরিস্থিতিতে কিয়েভে ভারতের দূতাবাস খোলার অর্থ পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে।