বজ্রপাতে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি কাঁচা বাড়ি, আগুনে পুড়ে মৃত্যু হল গবাদি পশুর!

রায়দিঘী:নুরউদ্দিন:গভীর রাতে বজ্রপাতে পুরে ভস্মীভূত হয়ে গেল একটি কাঁচাবাড়ি ও সংলগ্ন গোয়ালঘর। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একটি গরুর। অগ্নিদগ্ধ আরও একটি গরু। বাড়ির ভেতরে থাকা আসবাব পত্র জামাকাপড় মজুত চাল সবই পুড়ে গিয়েছে।

    ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার কুমড়াপাড়া অঞ্চলের উওর কুমড়োপাড়া এলাকায়।

    উওর কুমড়োপাড়ার বাসিন্দা রঞ্জিত মুখোপাধ্যায় তার পরিবারের সকলকে নিয়ে কাজের জন্য কলকাতায় ছিলেন। বাড়ি ফাঁকা অবস্থায় ছিল। রাতে প্রবল বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। রাত আড়াইটে নাগাদ বাড়ির ওপর বাজ পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে রঞ্জিত মুখোপাধ্যায়ের বাড়ি, স্থানীয় বাসিন্দারা বুঝতে পেরে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখায় নিমেষের মধ্যে সব পুড়ে শেষ হয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অসহায় হয়ে পড়েছেন মুখোপাধ্যায় পরিবার। এবং উত্তর কুমড়া পাড়া এলাকায় এই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে!

     

    রায়দিঘি থেকে নুরউদ্দিনের রিপোর্ট!