|
---|
নূর আহমেদ, মেমারি : ৬ অক্টোবর, মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে পাঁচটি গ্রাম পঞ্চায়েতে ১২ দফা দাবির ভিত্তিতে শুক্রবার ডেপুটেশন দেওয়া হল সিপিএমের পক্ষ থেকে। তবে নিমো-২ গ্রাম পঞ্চায়েত অফিসে আগাম জানানো সত্বেও প্রধান ও উপপ্রধান অনুপস্থিত থাকায় ডেপুটেশন কপি কেউ নিতে চায়নি। এদিকে ডেপুটেশন দিতে গেলে সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে অভব্য আচরণ করার অভিযোগ উঠলো ঐ পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে। ডেপুটেশন কপি না নেওয়ার জন্য আধঘন্টা মেমারি-তারকেশ্বর রোড অবরোধ করেন সিপিএম কর্মীরা। প্রায় ২০০ জন কর্মী জমায়েত হয়েছিলেন ডেপুটেশন দেবার সময়। ১২ দফা দাবীর মধ্যে অন্যতম দাবী ছিল ১০০ দিনের কাজ পুনরায় চালু করতে হবে ও বকেয়া টাকা দিতে হবে। অসৎ সুপারভাইজারকে কাজ থেকে সরাতে হবে। সুপারইভাইজার নিয়োগে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের প্রাধান্য দিতে হবে। দেউলিয়া সেকার পুকুর থেকে ডিভিসি বাঁধ পর্যন্ত রাস্তা ঢালাই করতে হবে। গ্রামের বিভিন্ন রাস্তার সংস্কার করতে হবে।
উপস্থিত ছিলেন শম্ভু মালিক, সুব্রত বৈদ্য, হায়দার আলি মন্ডল, অন্তরা দত্ত ভদ্র প্রমুখ সিপিএম কর্মীরা। ডেপুটেশন দিতে এসে সিপিএমের কর্মীরা বলেন, বিভিন্ন দাবী নিয়ে এলেও প্রধান বা উপপ্রধান এমনকি সেক্রেটারি কেউই উপস্থিত ছিলেন না। আগামীদিনে পঞায়েত ঘেরাওয়ের হঁশিয়ারি দেন তাঁরা।