|
---|
সজল দাশগুপ্ত : এশিয়ান গেমসের পুরুষদের হকিতে সোনা পেল ভারত। জাপানকে কার্যত উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসে পুরুষদের হকি ফাইনাল জিতে নিল ভারত। খেলার ফলাফল ভারত ৫ জাপান ১ । লীগের খেলায় কিছুটা হলেও লড়াই করেছিল জাপান। তবে ফাইনালে ভারতের কাছে কার্যত দিশাহারা দেখায় জাপানিজদের। প্রথম থেকে খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখে ভারতীয় হকি দল। এশিয়ান গেমসে সোনা জয়ের সুবাদে প্যারিস অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পেয়ে গেল ভারতীয় পুরুষ হকি দল। ভারত এই সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে মোট চারবার সোনা জয়ের কৃতিত্ব অর্জন করল।