মদের আসরে চলল গুলি, গুলিবিদ্ধ হয়ে মৃত ১ ও আহত ১। গ্রেফতার ৫। এলাকায় চাঞ্চল্য। তদন্তে পুলিশ।

সাকিব হাসান, ঘুটিয়ারি শরীফ: মদের আসরে চলল গুলি। আর সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জিবনতলা থানার ঘুটিয়ারী শরিফে। মৃত যুবকের নাম ফিরোজ মোল্লা (৩০) ও আহত যুবকের নাম মাজেদ মোল্লা।

    স্থানীয় ও পুলিশ সূত্রে খবর রবিবার রাতে ঘুটিয়ারি শরিফের স্টেশনের কাছে বসে মদ খাচ্ছিলেন ছয় সাত জন যুবক। তারপর হঠাৎ নিজেদের মধ্যে বচসার গুলি চলতে শুরু করে। কয়েক রাউন্ড গুলি চলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর গুলিবিদ্ধ হন ফিরোজ মোল্লা। রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় ঘুটিয়ারি শরীফ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে মাজেদ শেখ কে নিয়ে যাওয়া হয়েছে একটি নার্সিংহোমে সেখানে তার চিকিৎসা চলছে। কি কারনে ঠিক গুলি তা ঘুটিয়ারি শরিফের অফিসার ইনচার্জ ফারুক রহমান রাতেই ঘটনাস্থল থেকে একজনকে অ্যারেস্ট করেছে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছেন। ইতিমধ্যেই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি বেআইনি অস্ত্র। দুটি গুলির খোসা ও পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বেআইনি অস্ত্র  বাড়ি থেকে নিয়ে এসেছিল  ফিরোজ। তারপর মদের আসরে তাদের মধ্যে শুরু হয় বচসা। এরপর ফিরোজ গুলি চালাতে থাকে। প্রথমে গুলি লাগে মাজেদ শেখের গায়ে। তারপর ফিরোজ নিজের দিকে তাক করে গুলি চালিয়ে দেয়। মদের নেশা জেরেই এরকম এলোপাথাড়ি গুলি চালানো ঘটনা বলে অনুমান পুলিশের। তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুলি চালানোর পেছনে অন্য কোনোও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।  ফিরোজ নিজের অস্ত্র থেকে গুলি চালিয়েছে না অন্য কেউ তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে খুন করেছে তাও খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জিবনতলা থানার পুলিশ।