|
---|
রহমতুল্লাহ, জঙ্গিপুর : সারাবাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ আয়োজিত সমাজ ও সাহিত্যে কাজী আমিনুল ইসলাম স্মারক গ্রন্থ প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান হয় রঘুনাথগঞ্জে সাহানা লজে। এদিন বেলা ১২টার সময় বিশিষ্ট সঙ্গীতশিল্পী জয়কুমার ধারার উদ্বোধনী সংগীত এবং আহ্বায়ক শেখ মফিজুলের স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট প্রাবন্ধিক মুজিবুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক কাজী আমিনুল ইসলামের উপর লেখা কবিতা পাঠ করেন জেলার বিভিন্ন জায়গা থেকে আগত কবি- সাহিত্যিকরা। এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সোহরাব, এস. এম নিজামউদ্দিন, মজিবুর রহমান, হাসানুজ্জামান প্রমূখরা কাজী আমিনুল ইসলামের জীবন কাহিনী তুলে ধরেন। কাজী আমিনুল ইসলাম এবং তার স্ত্রী কাজী কল্পনা সহ তার পরিবার সকলেই সাহিত্য চর্চা করেন। এদিন প্রায় ১০জন কবি সাহিত্যিক ও সমজসেবীদের সাহিত্যিক কাজী আমিনুল ইসলাম সম্মাননা তুলে দেন চাতক ফাউন্ডেশন এর পক্ষ থেকে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন শেখ মফিজুল।