পশ্চিমবঙ্গ সরকারের মিশন নির্মল বাংলার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নতুন গতি ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের  মিশন নির্মল বাংলা আয়োজিত এবং ইউনিসেফের সহযোগিতায় ২৫ থেকে ২৯ শে এপ্রিল পর্যন্ত এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয় উঃ চব্বিশ পরগনা জেলার নিউটাউন রাজারহাট,  সত্যজিৎ ভবনে।
বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় একদিকে যেমন জীব-বৈচিত্র ঠিক রাখা দরকার,  ঠিক তেমনি জলের অপচয় রোধ এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল হবে বলে জানান উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি বিনা মন্ডল,  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,  তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় যেভাবে সমাজের বিভিন্ন স্তরে উন্নয়ন ঘটছে,  ঠিক তেমনি পরিবেশকে সচল রাখতে আধিকারিক থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি স্তরে সচেতনতার পাশাপাশি ঠিকমতো কাজ হচ্ছে কিনা তদারকি করার জন্য তিনি আহবান করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রনীল ভট্টাচার্য, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর, বিডিও ঋষিকা দাস, আধিকারিক জিয়া, পার্থ ঘোষ, প্রবীর বাবু সহ অন্যান্যরা।