|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে করোনা বেড়ে যাওয়াতে চিন্তায় রাজনৈতিক দলগুলি।শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডকে কনটেন্টমেন্ট জোন করা হয়েছে গতকাল থেকেই,আর এ নিয়ে চিন্তায় সব রাজনৈতিক দলগুলিও।সবার একটাই আশঙ্কা শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবে যাবে না তো?কি হবে বলতে পারছেন না কেউই।শিলিগুড়ির সব হেভিওয়েট প্রার্থীই বেশী কর্মী নিয়ে যাচ্ছেন না নিজের প্রচারে,কি গৌতম দেব,কি রঞ্জন সরকার,কি অশোক ভট্টাচার্য্য এবং কি শঙ্কর ঘোষ এবং কি রঞ্জন সরকার।সবাই সাবধানে প্রচারে নামছেন যাতে নিজে এবং ভোটারদের কোন সমস্যা তৈরী না হয়।প্রত্যেকেরই একটাই আশঙ্কা ভোট যাতে বানচাল না হয়ে যায়।কোনভাবে প্রচার সারতে হচ্ছে সবাইকে।
শিলিগুড়িতে করোনা এইভাবে থাবা মারবে বুঝতে পারেন নি অনেকেই।তাই আশঙ্কা নিয়েই দিন কাটাচ্ছেন অনেকে।অনেক প্রার্থী সোশাল মিডিয়ায় প্রচারে জোর দিচ্ছেন।যাই হোক প্রচার তো চলছে,কোভিড পরিস্থিতি সামলে কিভাবে নিজের দলের প্রার্থীর প্রচারে বের হবেন সেটা নিয়েও চিন্তায় কর্মীরা, সবমিলিয়ে শিলিগুড়ি পুরসভা ভোট যখন দোরগোড়ায় এসেছে তখনই করোনা এসে গেছে ঘরের দরজাতে।তাই কিকরে নিজেকে বাচিয়ে সব কিছু সামলানো যায় সেটাও এখন একটা বড় দুশ্চিন্তা শিলিগুড়ির মানুষের কাছে।তবে সব রাজনৈতিক দলই মনে করছেন এই ঢেউ দীর্ঘস্থায়ী হবে না।তাই ভোট নিশ্চিতে পার হয়ে যাবে এই আশাই করছে শিলিগুড়ির মানুষ।