|
---|
জলপাইগুড়ি: ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং রাজ্য পুলিশের সহযোগিতায় বড় সরো সাফল্য পেল লাটাগুড়ি রেঞ্জের বন কর্মীরা। সূত্রে খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভ্র শঙ্খ দত্তর নেতৃত্বে বনরুই(পেঙ্গুলিন) ও চিতা বাঘের চামরা সহ দুইজন চোরাচালানকারীকে হাতেনাতে পাকড়াও করে বনকর্মীরা। জানা গেছে, গোপনসূত্রে খবর পাওয়ার পরে ক্রেতা সেজে সাদা পোশাকে বনকর্মীরা ফাঁদ পেতে ছিল। সে সময় ভুটান থেকে ডুয়ার্সে পাচার হওয়ার পথে জলপাইগুড়ি বাতাবাড়ি এলাকায় তাদের হাতেনাতে পাকরাও করা হয় বন্য জন্তুর সামগ্রী সহ দুজন পাচারকারীকে। আজ তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অনিল নায়েক (৩১) ও প্রসাদ ওরাও (৩২)। তাদের বাড়ি ডুয়ার্সের নাগরাকাটা এলাকায়।ওই দুইজন পাচারকারী আন্তর্জাতিক পাচারকারীর সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এমনকি ভুটানের দালালের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বলে বনদপ্তর সূত্রে খবর। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার করার অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বনদপ্তর সূত্রে খবর।বনদপ্তর থেকে জানানো হয়েছে এই চক্রের সাথে কেউ বা কারা সরকারি যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।