চলন্ত গাড়ির সাথে ধাক্কা, মৃত্যু পূর্ণবয়স্ক চিতাবাঘের

নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি:  শিলিগুড়ির মহাকুমার অন্তর্গত ফাঁসি দেওয়াতে চাঞ্চল্যকর ঘটনা, চলন্ত গাড়ির ধাক্কায় মৃত্যু একটি চিতাবাঘের। ঘটনার কারণে যানজট হয় জাতীয় সড়ক। মৃত বাঘটি উদ্ধার করবার পড়ে তুলে দেওয়া হয় বনদপ্তরকে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে

    শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের কমলা চা বাগান সংলগ্ন কলকাতা – শিলিগুড়িগামী ৩১নংজাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে । স্থানীয়রা অনুমান করছেন, চা বাগান থেকে বেরিয়ে রাস্তা পার করতে যাওয়ার সময় দ্রুতগতির গাড়ির সামনে পড়ে মৃত্যু যায় ওই পূর্ণবয়স্ক চিতাবাঘটি ,পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটির মৃত্যু হয়।ঘটনার পর বনদপ্তরের কর্মীদের দেখতে না পাওয়ার কারণে মেলায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর বাঘ দেখতে ঘটনাস্থলে পৌঁছায় বিভিন্ন এলাকার মানুষ । রাস্তায় মৃত বাঘটি পড়ে ছিল , সেই কারণে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পাওয়া ঘোষপুকুর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করবার পড়ে তুলে দেওয়া হয় ঘোষপুকুর বনদপ্তরের হতে। বনদপ্তর সূত্রে জানা গেছে, মৃত পূর্ণবয়স্ক বাঘটিকে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে।