|
---|
দেবজিৎ মুখার্জি: গোপন সূত্রে খবর পেয়ে এটিএস ও উপকূলরক্ষী বাহিনীর যৌথ অপারেশনে গুজরাটের উপকূলে আটক কয়েকশো কোটি টাকার মাদকবোঝাই এক পাকিস্তানী নৌকা।
রবিবার ‘আল হজ’ নামে একটি নৌকা প্রবেশ করায় আটক করার জন্য এগিয়ে যায় উপকূলরক্ষী বাহিনী। দূর থেকে তা দেখতে পেয়েই নৌকা থেকে ‘শয়ে ‘শয়ে প্যাকেট জলে ছুঁড়ে ফেলা হয়। এরপর নৌকাটি পালানোর চেষ্টা করলে উপকূলরক্ষী বাহিনীর তরফে গুলি ছুঁড়ে তাকে আটকানো হয়। নৌকাটির ২ জন জখম হয়েছে। এরপর জল থেকে প্যাকেটগুলি উদ্ধার করে দেখা যায় সেগুলি কয়েকশো কোটি টাকার মাদক। এই ঘটনার তদন্ত শুরু করেছে এটিএস।