দিশার জন সচেতনতা সভা

সংবাদদাতা :  মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে রবিবার সকাল ১১টা থেকে বহরমপুরে এ্যআরসি, নাগরিকত্ব সংশোধনী বিল ও গনপিটুনি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। দিশার রাজ্য সম্পাদক ইফতেখার হোসেন বলেন, আসাম এনআরসি থেকে ১৯ লক্ষ মানুষের বাদ পড়ার পরে বাংলাতেও এনআরসি হবে বলে রাজ্য বিজেপির একাধিক নেতা-নেত্রী হুমকি দেওয়া শুরু করেছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুমকির পরে রাজ্যে প্রায় ১৬ জন মানুষ আত্মহত্যা করে। দিলীপ ঘোষকে এনআরসি নিয়ে হুমকি ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। রাজ্য সরকার এনআরসি হবে না বলে বিধানসভায় বিল পাস করিয়েছে, কেন্দ্র সরকার বাংলায় এনআরসি নিয়ে সংসদের কোন কক্ষেই বিল উত্থাপন করেনি, তা সত্ত্বেও বিজেপি রাজনৈতিক স্বার্থে প্রচার চালিয়ে যাচ্ছে। গঠনের যুগ্ম সম্পাদক গোলাম মঈনুদ্দিন বলেন এনআরসি নিয়ে অহেতুক সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়িয়ে নাগরিকত্ব সংক্রান্ত জরুরি তথ্যগুলো সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সঠিক সময়ে সংশোধন করার বিষয়ে জনগনকে সচেতন করতে পারলেই এই আতংক দূর হবে। মৌলানা আমিনুল আম্বিয়া কেন্দ্র সরকারের সার্বিক অর্থনৈতিক ব্যর্থতা তুলে ধরে বলেন, “নাগরিকত্ব নিয়ে আতংক তৈরি করা হচ্ছে ব্যর্থতাকে চাপা দেওয়ার জন্য। সভায় বক্তব্য রাখেন মইনুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা সম্পাদক আবরার হোসেন ও জেলা সভাপতি সেলিম জাভেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি মৌলানা মুজফ্ফর হোসেন। আরও উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, মহ বারি সাহেব প্রমুখ।