রাজারহাটে অক্সিজেন পার্লার ও সেভ হোমের শুভ সূচনা করলো জমিয়তে উলামায়ে বাংলা

নতুন গতি, ওয়েব ডেস্ক : ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান দাদা হুজুর পির কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া অরাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে বাংলা। উক্ত সংগঠনের উত্তর পরগনা রাজারহাট থানা কমিটির উদ্যোগে অক্সিজেন পার্লার ও সেভ হোমের শুভ সূচনার সাথে সাথে ঘূর্ণিঝড়ে ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী নিয়ে আজ সকালে রওনা দিয়েছে লাউহাটি থেকে।

    উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে বাংলার সভাপতি ফুরফুরা শরীফের পীরজাদা জনাব আলহাজ্ব ইমরান উদ্দিন সিদ্দিকী, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব,সাজ্জাদ হোসেন,সিরাজুল ইসলাম,সফিক,ডাঃ কবীর আহমেদ,ইমরান হোসেন,আজমাতুল্লা, হাফেজ আজিজ উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।