|
---|
নুরউদ্দিন, রায়দিঘী: দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘীর এক ক্লাব ঘর থেকে উদ্ধার হল আনুমানিক ২৮ বছরের এক পচা গলা মৃতদেহ। নাম পলাশ ভূঁইয়া, বাড়ি রায়দিঘী, মূলত গত ৫/৬ দিন পলাশ ভূঁইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর গতকাল সন্ধ্যা ৮টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ক্লাব ঘরের জানালা দিয়ে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে পলাশ ভূইয়া, তারপর স্থানীয়রা রায়দিঘী থানায় খবর দিলে রায়দিঘী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।তারপর রায়দিঘী থানার পুলিশ ও বিডিও সাহেব এবং পলাশ ভূঞার মায়ের উপস্থিতিতে ক্লাব ঘরের দরজা ভেঙে পলাশ ভূঁইয়াকে গলায় ফাঁস অবস্থায় পঁচা গলা মৃতদেহ উদ্ধার করে। তবে ক্লাব ঘরের ভেতর দিয়ে দরজা লক করা ছিল বলে জানা যায়, তারপর রায়দিঘী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আজ শনিবার ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। অন্যদিকে রায়দিঘী থানার পুলিশ এই ঘটনাকে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। তবে এমন ঘটনায় পলাশ ভূঁইয়ার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।