“দ: চাম্পাহাটী কিশলয় চক্র”র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির,বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ছানি অপারেশন শিবির

“দ: চাম্পাহাটী কিশলয় চক্র”র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির,বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ছানি অপারেশন শিবির

     

     

     

     

     

    নতুন গতি, ২১/০৩/২০২১ : “দ: চাম্পাহাটী কিশলয় চক্র”র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হল কাল দ: চাম্পাহাটী কিশলয় চক্র খেলার মাঠে। সকাল ১১টায় অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও নৃত্যানুষ্ঠানের মধ্যদিয়ে। একই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় এবং এই ভয়ঙ্কর মহামারীর পরিস্থিতিতে সমাজের প্রতি যাঁদের বিশেষ অবদান রয়েছে সেই সকল

    বিশেষ ব্যাক্তিবর্গ ও যাদের উপর সমাজের পরিষ্কার পরিছন্নতা নির্ভর করে। যাঁরা না থাকলে আমাদের চার পাশ পরিছন্ন রাখতে আমরা পারতাম না সেই সকল সাফাইকর্মী দেরকেও সংবর্ধনা প্রদান করা হয়। এছড়াও সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থা “তরুণদীপ ফাউন্ডেশন” র পক্ষ থেকে প্রায় শতাধিক প্রয়োজনীয় স্কুল পড়ুয়াদের জন্য পড়ার সরঞ্জামও বিতরণ করা হয়।

    উক্ত শিবিরে উপস্থিত ছিলেন, স্বামী দিপ্পানন্দ মহারাজ (নেউড়া মিশন, বেলুড় মঠ শাখা), বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বিশ্বাস, ডাক্তার মৌতৃষা পাইন, ডাক্তার রেজাউল হোসেন, জাহির হোসেন মণ্ডল, সম্পাদক “কামালগাজী লাইফ”, বিশিষ্ট সমাজসেবী অসীমা দে, দিপু সর্দার, নিতাই চরণ মাইতি এছাড়াও অন্যান্য গুণীজন বর্গ।

    শিবিরে পুরুষ, মহিলা মিলিয়ে ৫৩জন রক্ত দান করেন, সমস্ত রকম শারীরিক পরীক্ষা করান প্রায় শতাধিক মানুষজন। এই অতিমারীতে বার বার সাবধানতা অবলম্বনের কথা বলা হয় মাইকে এবং পুরো অনুষ্ঠানটি চলে করোনা বিধী মেনেই। স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে প্রখর নজর রাখা হয় জনসমাগমের গতিবিধিতে।

    উদ্যোক্তা সংস্থার সম্পাদক নিলাদ্রী চক্রবর্তী বলেন, আমাদের ক্লাব সারা বছর মানুষের প্রয়োজনে মানুষের পাশে থেকেছে। এবছর এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করার কারণ অতিমারিতে সকলের উপরই কোনো না কোনো ভাবে প্রভাব পড়েছে। দিন আনা দিন খাওয়া মানুষজনরা পেটে খাবে না রোগের চিকিৎসা করাবে? এই বিষয়টি আমাকে খুব ভাবিয়েছে তাই আমাদের আজকের এই বিশেষ উদ্যোগ। আমরা আগামীতেও মানুষের পাশে থাকার চেষ্টা করবো সাধ্য মত।

    সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থা “কামালগাজী লাইফ” এর কর্মকর্তা জাহির হোসেন জানায়, স্বেচ্ছায় রক্তদান শিবিরটি মূলত থ্যালাসেমিয়া আক্রান্ত ও গরমে ব্লাড ব্যাংক শূন্যতার কথা মাথায় রেখে আয়োজন করা। এবং থ্যালাসেমিয়া আক্রান্তদের উদ্দেশ্যে “রোটারি ক্লাব অফ কোলকাতা সানসিটি” সংস্থাকে ২০টি রক্ত সংগ্রহের কার্ডও প্রদান করা হয়। তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া নিয়ে মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব দেখছি, আমরা যখন সচেতনতার বার্তা দিচ্ছি মানুষ শুনছেন, ঘার নাড়ছেন কিন্তু সেইভাবে ফলাফল পাচ্ছি না। এ বিষয়ে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে আরও কিভাবে সচেতন করা যায় সে বিষয়ে।

    তাঁদের এবারের ভাবনা,

    “নির্বাচনের পাশাপাশি

    হোক রক্ত দান,

    এক জোটে গড়বো দেশ

    জুড়বো সকল প্রাণ”