|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- সামনে ২১ শে জুলাইয়ের সমর্থনে আজ মগরাহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত সংগ্রাম পুর কালিকাপোতা অঞ্চলে হালদার ভিলা তে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, জেলা পরিষদের সদস্যা সঙ্গীতা হালদার,জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা,মগরাহাট পশ্চিম ১ব্লকের কার্যকরী যুব সভাপতি নাজবুল দপ্তরী প্রমুখ। এদিন বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা ২১ শে জুলাই শহীদ স্মরণে প্রস্তুতি সভা থেকে সকল দলীয় কর্মী সমর্থক দের যাওয়ার জন্য আহ্বান জানান।