|
---|
সেখ সামসুদ্দিন : প্রত্যহ সন্ধ্যা ৭টায় ১০ টাকায় রাতের খাবারের ক্যান্টিন শুরু করল পল্লীমঙ্গল সমিতি। পল্লীমঙ্গল সমিতির প্রাঙ্গণে ‘মরুক ক্ষিদে বাঁচুক মানুষ’ স্লোগানে চালু হল রাতের খাবারের ক্যান্টিন। আজকের মেনু রুটি/ভাত, সয়াবিন, ডিমের কারী, মিষ্টি, বিনিময় মূল্য মাত্র ১০টাকা।
সময় সন্ধ্যা ৭টা থেকে ৮.৩০টা পর্যন্ত। এই অভিনব উদ্যোগে আবার এগিয়ে এলো পল্লীমঙ্গল সমিতি। গত রাতে ১৬৪ জন রাতের খাবার সংগ্রহে করেছে।
বিস্তারিত জানতে যোগাযোগ : ৭৯০৮৫২৯১৮২