|
---|
মহঃনাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা,১৫ আগস্টঃ বৃহস্পতিবার ১৫ আগস্ট ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ও রাখিবন্ধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক বেলা ১১টা নাগাদ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ ‘ পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে ভবানীপুর ব্রিজ মোড়ে 81 নম্বর জাতীয় সড়কের উপরে এই কর্মসূচিটি পালন করেন।এদিন পোস্টার ও ব্যনার সহযোগে অংশগ্রহন করতে দেখা যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও প্রশাসনিক কর্তাদের ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু ও জয়েন্ট বিডিও মধুরিমা চক্রবর্তী সহ পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস , পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তজমূল হোসেন সহ অনান্য এলাকার স্থানীয় নেতাকর্মীরা।
বিডিও অনির্বাণ বসু ও পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তজমূল হোসেন জানিয়েছেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ ‘ প্রকল্প। সেই কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে ও মানুষকে সচেতন করার উদ্দেশ্যে,প্রচারের ধারাবাহিকতা বজায় রেখে মানুষের সচেতনতা বৃদ্ধি করে পথ দুর্ঘটনায় মৃত্যু আটকাতে হরিশ্চন্দ্রপুর – ১ নং ব্লকের তরফে আজকে এই প্রচার অভিযান করা হয়েছে৷’
এই কর্মসূচীতে প্রশাসন সাধারন জনগনের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন এবং গাড়ি আস্তে চালানোর ও বিনা হেলমেটে গাড়ি না চালানোর বার্তা জানিয়ে কর্মসূচি পালন করেন ।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গাড়ি চালকদের রাখি পরিয়ে ও লাড্ডু খাইয়ে শান্তি ও সৌভাতৃত্বের বার্তা দেন ।
“সেভ ড্রাইভ, সেভ লাইফ” প্রচার অভিযানের মূল লক্ষ্য, গাড়ি কম গতিতে চালানো ও যেন বিনা হেলমেটে গাড়ি না চালানো হয় তা বার্তা দেন ।”