স্বাধীন ভারতের ৭৩ তম জন্মদিনটি একটু অন্য রকম ভাবে পালন করলো “কামালগাজী লাইফ” স্বেচ্ছাসেবী সংস্থা

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীন ভারতের ৭৩ তম জন্মদিনটি একটু অন্য রকম ভাবে পালন করলো “কামালগাজী লাইফ” স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার পক্ষ থেকে দিনটির শুরুতেই একটি অরফানেজ হোমে গিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে মিস্টি মুখ করানো হয়।

    তারপর সেখানকার মাতৃ-পিতৃ হীন ও শারীরিক ভাবে অক্ষম শিশুদের সঙ্গে রাখী বন্ধন উৎসবে মাতে সংস্থার সদস্যরা। একই সঙ্গে হোমের হাতে তুলে দেন বেশ কিছু ভিন্ন ধরনের শুকনো খাবার। এই প্রকৃতির খেলায় অসহায় শিশুদের কথা মনেকরে।

    ‘কামালগাজী লাইফ’ সংস্থার সদস্যরা জানান বিগত বছর গুলির তুলনায় এবছরের ১৫ আগস্ট তাদের কাছে বিশেষ ভাবে স্মরণীয় হয়ে থাকবে। এমনিতেই এই দিনটি একটি বিশেষ তাৎপর্য রাখে সমগ্র ভারত বাসীর জন্য তাছাড়াও হোমের শিশুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। স্বাধীনতা দিবসের স্বাধীন খুশি আদান প্রদান ও রাখী বন্ধন উৎসবের ভাব বিনিময় এর ফলে এক বিশেষ দাগ রেখে যাবে তাদের সকলের মনে।

    আগত দিনে তাদের এরকম ধরনের আরও বিশেষ কিছু চিন্তা ভাবনা আছে বলে জানাযায়। একই ভাবে তারা অন্যদেরও এইকাজে অনুপ্রাণিত করতে আগ্রহী।