|
---|
নিজস্ব সংবাদদাতা :উত্তরবঙ্গে বর্ষার আগমন ঘটেছে, সোমবার উত্তরবঙ্গে বর্ষার আগমন সম্পন্ন হয়েছে। তবে দক্ষিণবঙ্গের চিত্রটা এখনো বদলাইনি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সহ আরো বিভিন্ন জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং সহ আরো বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।