|
---|
নিজস্ব সংবাদদাতাঃ বোলপুর শান্তিনিকেতন এলাকায় বসবাসকারী প্রবীণ প্রবীণাদের দেখভাল করার উদ্যোগ নিলো বোলপুর শান্তিনিকেতন এলাকার একাধিক সংগঠণ। রবিবার শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, রেডক্রস সোসাইটি, একতা পরিষদ, বাংলা সংস্কৃতি মঞ্চ, বিশ্বভারতী পেনসর্নাস এ্যসোসিয়েশণ,
সুরুল স্বাস্থ্য সমিতি এবং বিশ্বভারতী সমবায় সমিতির যৌথ প্রচেষ্টায় এই প্রবীণ পরিষেবা চালু হচ্ছে।
রবিবার এই মর্মে ৩৬ জন তরুণ তরুণী কে স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষে সমাজকর্মী দেবাশীষ বেরা বলেন, শান্তিনিকেতনে অনেক প্রবীণ প্রবীণা রয়েছেন, যাদের ছেলে মেয়েরা কর্মসূত্রে বাইরে থাকেন। তারা দেখাশুনো সহ মেডিক্যাল ইমারজেন্সীর প্রয়োজন হলে এই স্বেচ্ছাসেবকরা দ্রুত পরিসেবা দেবে। স্বেচ্ছাসেবকদের বিশেষ পরিচয়পত্রও দেওয়া হবে আয়োজক সংগঠনের তরফে। এবং মেডিক্যাল ইমারজেন্সীর ক্ষেত্রে বে-সরকারী হাসপাতালের যৌথ সহযোগিতায় তাদের মেডি-ট্রেন্ড দেওয়া হবে। রবিবার ৩৬ জন স্বেচ্ছাসেবককে নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
দেবাশীষ বেরা বলেন, শান্তিনিকেতনে প্রবীন প্রবীনাদের হঠাৎ সহযোগিতার জন্যই এই উদ্যোগ। আনুষ্ঠানিক ভাবে রবিবার থেকে শুরু হয়েছে।